Sunday, November 8, 2015

আরবি ভাষার পণ্ডিত ডক্টর সুলাইমান আব্দুল আজিজ আল আইউনি (হাফিযাহুল্লাহ)

আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বর্তমান সময়ে সর্ব শ্রেষ্ঠ আরবি ভাষার পণ্ডিত / শিক্ষকের সাথে। যাকে উলামারা (নাহুর মুফতি) বলে সম্বোধন করেন।
আর তিনি হচ্ছেনঃ
---------------------------
# সায়েখ ডক্টর সুলাইমান আব্দুল আজিজ আল আইউনি (হাফিযাহুল্লাহ)
# তিনি রিয়াদের বিখ্যাত কিং সাউদ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক। হাজার হাজার তালেবে ইল্মের আরবি ব্যকারন বা নাহু স্রফ এর উস্তাদ।
# তিনি সৌদি আরবের বিভিন্ন মসজিদে প্রায় নাহু স্রফ এর বিভিন্ন বই / মাতনের ব্যাখ্যা দিয়ে থাকেন।
# সায়েখ খুব সহজেই নাহুর কঠিন সব কায়দা কানুন, নতুন বা আরবি ভাষায় দুর্বল তালেবে ইল্মদের কাছে পৌঁছে দিতে পারেন।

# ডক্টর সুলাইমান (হাফিযাহুল্লাহ) বলেছেনঃ
- যে কোন শারই তালেবে ইল্মের আরবি শিখা অপরিহার্য।
- নাহু খুবই গুরুত্বপূর্ণ কুরআন ও সুন্নাহকে সঠিক ভাবে বুঝার জন্য।
- আহলুল আহওয়া / ভ্রান্ত ফির্কাদের পথ ভ্রষ্টের মূল কারণ হচ্ছে নাহু সম্পর্কে অজ্ঞ থাকা এবং কুরআন ও সুন্নাহকে আরবরা যেভাবে বুঝে সেভাবে না বুঝে আজমি / অনারবদের মত বুঝা।
- তাই শারই দলীল বুঝতে হবে আরবদের বুঝ মত। আজমি / অনারব এবং অশুদ্ধ / প্রচলিত আরবিতে বুঝলে পরিণতি হবে ভ্রষ্টটা। সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছুতি।
- যে আরবি ভাষার ইল্ম অর্জন করলো সে শারই ইল্ম শিখার ক্ষেত্রে বেশ পথ অগ্রসর হল।
- এবং তার জন্য তাফসীর, হাদিস, ফিকহ শিখা অধিকতর সহজ হয়ে গেল।
- আরবি ভাষা আরবদের মত না বুঝে অনারবদের মতে বুঝায় যেসব বড় বড় ফেতনা হয়েছে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছেঃ
১- কুরআন সৃষ্টির ফিতনা।
যে ফিতনায় ইমামু আহলুস সুন্নাহ আহমাদ বিন হাম্বালকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছিল। আল্লাহ তাঁর দ্বারা হক্কের বিজয় দান করে ছিলেন।
২- মানুষকে পশুর মত জবাই করার ফিতনা। যা আলী রাদিয়াল্লহু আনহুর সময় খাওয়ারেজরা শুরু করেছিল, যা আজও চলছে।
# তাই হে তালেবে ইল্ম আরবি শিখুন যাতে রাসুলের সুন্নাহকে সঠিক ভাবে আঁকড়ে ধরতে পারেন।
# নিজে অজ্ঞ থেকে দলীয় নাম নিয়ে সন্তুষ্টি থেক না। সময় অপচয় করোনা। প্রতি মুহূর্ত এগিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে তা তোমার জীবন থেকে ঝড়ে যাচ্ছে। যে বিষয়ে তুমি অজ্ঞ ঐ বিষয়ে কথা বলতে যেওনা, দ্বীনি বিষয়ে মত প্রকাশ করা থেকে বিরত থাক তা উলামাদের উপর ছেঁড়ে দাও। ইল্ম অর্জনে উঠে পড়ে লেগে যাও। আর যেনে রাখ ইল্ম অর্জনে প্রথম ধাপ হচ্ছে আদব শিখা।
# যারা আরবি ভাষা বুঝেন এবং এই বিষয়ে আরও গভীর জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য রয়েছে এই পরিক্ষিত পদ্ধতিঃ
১-
• الممتع في شرح الآجرومية
( আল মুমতি' ফি শারহিল অ্যাজুররুমিয়্যাহ)
বইটি ডাউনলোড করে প্রিন্ট করুন ( ইন্টারনেটে খুঁজলে পাবেন) অথবা বইটি কোন আরব দেশ থেকে সংগ্রহ করুন।
২-
• সায়েখ ডক্টর সুলাইমান আব্দুল আজিজ আল আইউনি (হাফিযাহুল্লাহ) এর অ্যাজুররুমিয়্যাহ এর ব্যাখ্যাটি শুনুন বইটি সামনে রেখে। ১২ ঘণ্টার এই কোর্সে মোট ৫ টি ভিডিও রয়েছে।
লিঙ্কঃ
https://www.youtube.com/playlist?list=PLDadn9CSkScPW3zCdvfA3Ml8jW5J8cJm7

# ঐ ভিডিওগুলোতে সায়েখ নাহু শিখার সঠিক পদ্ধতি বয়ান করেছেন। আল্লাহ উস্তাদকে উত্তম প্রতিদান দান করুন। বারাকাল্লাহু ফি কুম ওয়া নাফা'আ বিকুম।

•• ইবনে মল্লিক, তাইবাতুত তাইবা, সৌদি আরব। ••

Sunday, February 22, 2015

How can I start learning Arabic

You can start with Medina Arabic Language course found online. Its free and very effective for a basic knowledge. It's also named Duroosul Lughatil arabiyyah.

Some Resources:
 
1. Download Madina book (1st part), key, handouts from here: http://www.lqtoronto.com/downloads.html

Madina Books - Arabic Text, Madina Books - Key (English), Madina Books - Handouts, Blank Verb Conjugation Sheet.
 
2. And start from 1st post of this page:https://www.facebook.com/pages/%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE/331484620390003?fref=nf

3. আরবী vocabulary শেখার জন্য দারুণ একটি android apps www.appsapk.com/learn-arabic/

Friday, February 20, 2015

দল, সংগঠন, ইমারত ও বায়‘আত সম্পর্কে বিশিষ্ট উলামায়ে কেরামের বক্তব্য

দল, সংগঠন, ইমারত ও বায়‘আত সম্পর্কে মুসলিমদের মধ্যে অনেক ভুল ও বিভ্রান্তি রয়েছে। আলোচ্য প্রবন্ধে উক্ত বিষয়সমূহে সত্যনিষ্ঠ আলেমগণের মতামত তুলে ধরা হয়েছে।


http://d1.islamhouse.com/data/bn/ih_books/single2/bn_dol_songothon_imarat_o_boiat_somporke_alemder_ovimot.pdf
 

Facebook fan page