Friday, January 15, 2016

এবার যারা হজ্বে যাওয়ার ইচ্ছা করেছেন তাদের জ্ঞাতার্থে

এবার যারা হজ্বে যাওয়ার ইচ্ছা করেছেন তাদের জ্ঞাতার্থে ১৭ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। বাংলাদেশের জন্য এক লক্ষের কিছু বেশি কোটা আছে। এর মধ্যে গতবারের ত্রিশ হাজার মানুষ যারা গতবার যেতে পারেননি, তারা অগ্রাধিকার পাবেন। সুতরাং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে।
হজ্বে কার সাথে যাওয়া যায় এ মর্মে আমার দুটো সাজেশন আছে। শায়খ আকরামুযযামান এবং ড. মানজুরে এলাহী দুজন যে আয়োজনে যাচ্ছেন সেগুলোতে সুন্নাহ মোতাবেক হজ্ব পালন হবে আশা করি। আমার বাবা-মা এবারে শায়খ আকরামুযযামানের সাথে যাচ্ছেন। এই প্যাকেজে সবচেয়ে কম খরচের প্যাকেজের দাম ৩ লাখ দশ হাজার টাকা। কষ্ট হবে, কিন্তু টাকা বাঁচবে।
ড. মানজুরে এলাহী যে দলটার সাথে যাচ্ছেন সেখানে পুরো হজ্বের সময় তিনি দলটার সাথে থাকবেন। বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সান্নিধ্য হিসেবেও তিনি একজন অসাধারণ মানুষ। হজ্বের পাশাপাশি শুধুমাত্র তার সান্নিধ্যে অনেক কিছু শেখার আছে -- তার সাথে এক বছর কাজ করার অভিজ্ঞতা থেকে নিশ্চিত বলতে পারি। আর এই প্যাকেজটা যারা ডিজাইন করেছেন তারা খুবই করিৎকর্মা এবং দক্ষ মানুষ। তবে এটার সমস্যা এখানে সর্বনিম্ন প্যাকেজটার খরচ চার লাখ দশ হাজার টাকা। যাদের সাথে বয়ষ্ক মানুষ থাকবেন তাদের জন্য এটা ভালো।

দুজনের যোগাযোগ নম্বরঃ

শেফার্ডস হজ্ব প্যাকেজ: Mobile 01787659526, 01787659527, 01705564674
Email hajj@shepherds-bd.com
Address 5/5 Block-A, Lalmatia, Dhaka-1207


শায়খ আকরামুযযামানঃ ০১৯১৪০০৪৮৪৭ 

*এছাড়াও খরচ কম আর সুন্নাহ ভিত্তিক হাজ্জ পালনের জন্য ডঃ আব্দুল্লাহ জাহাংগীর এর সাথে যাওয়া যায়, তবে কষ্ট একটু বেশি হবে আর কি।

যোগাযোগঃ

আব্দুল্লাহ জাহাংগীর স্যার - ০১৯৩৯৩০৮২৫১ , কোবা এয়ার ইন্ট. ০১৬৭৮০৮১৯৫১  

0 comments:

Post a Comment

 

Facebook fan page