Thursday, March 31, 2016

যে বিষয়গুলো ইসলামি চিন্তাবিদ বা নীতি নির্ধারকদের জানা দরকার

যে বিষয়গুলো ইসলামি চিন্তাবিদ বা নীতি নির্ধারকদের জানা দরকার বলে মনে হয় তার মধ্যে অন্যতম হলঃ
১। আকিদা ও ফিকহ সম্পর্কিত কুরআন ও হাদিস। এ সম্পর্কিত কিছু অধ্যায় হল,
-------------------------------------------------------------------------------------------
ক) ইমান (৬টি বিষয়)
খ) ইসলাম (নামাজ, রোজা, হাজ্জ, যাকাত, লেনদেন, জিহাদ ইত্যাদি আমাল)
গ) ইহসান (ইবাদাতের পারফেকশন ও আত্মসুদ্ধি সম্পর্কিত মৌলিক বিষয়)
ঘ) আদাব আখলাক সম্পর্কিত কুরআন ও হাদিস
ঙ) বিভিন্ন ইখতিলাফ (মতবিরোধ) ও তার সমাধান
উল্লেখ্য আরবী ভাষা না জানলে উপরের বিষোয়গুলো ভালোকরে জানা কঠিন।
২। ইসলামের অতীত ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাস। এ সম্পর্কিত কিছু অধ্যায়
----------------------------------------------------------------------------------------
ক) পুর্ববর্তী নবীদের ইতিহাস
খ) রসুলুল্লাহ (স) এর পুর্ন ইতিহাস
গ) খুলাফায়ে রাশেদীনের ইতিহাস
ঘ) এর পরবর্তী উমাইয়া ও আব্বাসীদের ইতিহাস
ঙ) এর পরবর্তীদের ইতিহাস ১৯০০ সাল পর্যন্ত
৩। ইসলামের বর্তমান রাজনৈতিক ইতিহাস। এ সম্পর্কিত কিছু অধ্যায় হল,
--------------------------------------------------------------------------------------
ক) ১ম বিশ্বযুদ্ধ ও মুসলিম বিশ্বে তার প্রভাব
খ) বর্তমান মুসলিম দেশগুলোর ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাস। উদাহরণস্বরূপ সৌদি আরব, শাম, মিশর, ভারত উপমাহাদেশ, ইরান, আফগানিস্তান ইত্যাদির ইতিহাস। এদের ধর্মীয় ও রাজনৈতিক শত্রু মিত্র। উদ্দেশ্য ও অবস্থান।
গ) বর্তমান মুসলিম বিশ্বে চলমান ঘটনাগুলো যেমন ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন ও অন্যান্য দেশে কি ঘটছে।
ঘ) মুসলিম বিশ্বের সাথে আমেরিকা, রাশিয়া, বৃটেন, ভারত, ইসরায়েল ইত্যাদি দেশের রাজনৈতিক সম্পর্ক ও তাদের ম্যান্ডেট। তাদের নিজেদের মধ্যে সম্পর্ক ও জোট।
৪। শেষ যুগ বা ফিতনার যুগ সম্পর্কিত জ্ঞান যেমন,
---------------------------------------------------------------------------------------
ক) ইমাম মাহাদির আগমন, তার লক্ষণ, কর্ম
খ) দাজ্জাল সম্পর্কিত বিষয়
গ) ফিতনার যুগের লক্ষণ সমূহ ও মুসলিমদের করনীয়
আমরা কিভাবে সময় নষ্ট করি অথচ জ্ঞানের কতটুকুই বা দেখেছি! আল্লাহ সহজ করুক।

# S M Nahid Hasan

Wednesday, March 30, 2016

List of some YouTube channels and FB pages which I have found beneficial.

Youtube Channels
---------------------
.
English -
https://www.youtube.com/TheDailyReminder
https://www.youtube.com/TheSilentRepenter
https://www.youtube.com/YaSeenIslamicMedia
https://www.youtube.com/SoldierOfAllah2
https://www.youtube.com/LoveAllah328
https://www.youtube.com/NoneButAllahAlone
https://www.youtube.com/LightOfTheUmmah
https://www.youtube.com/Islam786Love
http://www.youtube.com/theprophetspath
https://www.youtube.com/IslamFavourites
https://www.youtube.com/ghurabaalsunnah
https://www.youtube.com/CompanionsofProphets
https://www.youtube.com/5minutesislam
https://www.youtube.com/TheMercifulServant
http://www.youtube.com/khalifahklothing
https://www.youtube.com/NAKcollection
https://www.youtube.com/BayyinahInstitute
https://www.youtube.com/channel/UCwp9aseM3lLZwWJNrJD4T1w
https://www.youtube.com/lebo2196
.
Bangla-
https://www.youtube.com/BdReminder
https://www.youtube.com/OIEPdhaka
https://www.youtube.com/NAKBangla
https://www.youtube.com/muftimenkBN
https://www.youtube.com/SunnahTrust
https://www.youtube.com/irachannelbd
https://www.youtube.com/IslamicLyfProduction
https://www.youtube.com/channel/UCX2o3HekhEEfO29UhkVcmuQ
.
.
Facebook Pages
---------------------
.
English-
https://web.facebook.com/MuslimCentral
https://web.facebook.com/talkislam
https://web.facebook.com/themimbar
https://web.facebook.com/TheDailyReminder
https://web.facebook.com/IREFPEACE
https://web.facebook.com/muftimenk
https://web.facebook.com/almunajjid.en
https://web.facebook.com/DrBilalPhilips
https://web.facebook.com/DrBilalLectures
https://web.facebook.com/MercifulServantHD
https://web.facebook.com/sheikhmuizbukhary
https://web.facebook.com/SheikhAssimAlhakeemTeam
.
Bangla-
https://web.facebook.com/MuslimMedia.bn
https://web.facebook.com/BdReminder
https://web.facebook.com/raindropsmedia
https://web.facebook.com/IOU.Bangladesh
https://web.facebook.com/quranerahoban
https://web.facebook.com/OIEP.Official
https://web.facebook.com/MuftiMenk.bn
https://web.facebook.com/BilalPhilipsCollection
https://web.facebook.com/NAKBangla
https://web.facebook.com/islamiclifeproduction
https://web.facebook.com/Back.to.Allah.bangla
https://web.facebook.com/sheikkaziibrahim
https://web.facebook.com/dashottomona
https://web.facebook.com/imanarabicschool
https://web.facebook.com/seanpublication
https://web.facebook.com/কুরআনীয়-আরবী-শিক্ষা-331484620390003

# Rahat Bin Islam

Saturday, March 5, 2016

বিয়ের সময় পুত্রের উদ্দেশে পিতার উপদেশ

হে আমার আত্মজ, প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এ জন্য যে তিনি আমার জীবনটাকে এতটুকু প্রলম্বিত করেছেন যে আমি তোমার বিয়ের রাত দেখতে পাচ্ছি। তুমি তোমার পুরুষত্বের পূর্ণতায় পৌঁছেছো। আজ তুমি তোমার দীনের অর্ধেক পুরো করতে যাচ্ছো। হ্যাঁ, এখন তুমি সেই জীবন থেকে বেরিয়ে যাচ্ছো যেখানে তুমি একটি মুক্ত বিহঙ্গের মতো ছিলে। কোনো বাধা-বিপত্তি ছাড়া যাচ্ছে তা-ই করেছো এতদিন। কোনো চিন্তা ছাড়াই সমুদ্রে গিয়ে লাফিয়ে পড়েছো। সেখান থেকে তুমি যাচ্ছো এখন এক কর্তব্যপরায়ণতা ও পূর্ণতার জগতে।

একজন পিতা সেদিন নিজেকে সুখী মনে করেন যেদিন তিনি নিজের সন্তানকে পুরুষ হয়ে উঠতে দেখেন। তুমি এক নব্য জগতে এবং এক নতুন জীবনে পা রাখতে যাচ্ছ। তাতে অনেক কল্যাণ ও সৌন্দর্য রয়েছে, সুন্দরভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত করতে পারলে তুমি তা দেখতে পাবে। আবার তাতে অনেক অপ্রিয় ও তিক্ত দিক রয়েছে যা তোমার জীবন দুর্বিষহ করে তুলতে পারে। তাই তোমাকে যথাযথ পরিচালনা ও উত্তরোত্তর উন্নতি করতে শিখতে হবে। আর অবশ্যই তোমাকে জীবন সঙ্গীনি সম্পর্কে নেতিবাচক ধারণা থেকে বেঁচে থাকতে হবে। তুমি দশটি বিষয়ে লক্ষ্য না রাখলে নিজ ঘরে শান্তি পাবে না। নিজের স্ত্রীর জন্য তুমি এ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবে। অতএব কথাগুলো মনে রেখ এবং এসব অর্জনে সচেষ্ট থেকো :

প্রথম ও দ্বিতীয় বিষয় হলো :
স্ত্রীরা প্রেম ও ভালোবাসাপূর্ণ আচরণ পছন্দ করে। তারা চায় ভালোবাসার সুস্পষ্ট উচ্চারণ শুনতে চায়। অতএব তোমার স্ত্রীর সাথে এ ব্যাপারে কার্পণ্য দেখাবে না। এ ব্যাপারে যদি কার্পণ্য করো, তবে তুমি তার ও নিজের মধ্যে নির্দয়তার দেয়াল টেনে দিলে। স্বামী-স্ত্রীর নির্মল ভালোবাসার ব্যকরণে ভুল করলে।

তৃতীয় বিষয় হলো :
স্ত্রীরা কঠোর ও অনড় স্বভাবের পুরুষদের অপছন্দ করে, আর দুর্বল ও কোমল চিত্তধারী পুরুষদের ব্যবহার করে। অতএব প্রতিটি গুণকে স্বস্থানে রাখবে। কারণ, এটি ভালোবাসা ডেকে আনে এবং প্রশান্তি ত্বরান্বিত করে।

চতুর্থ বিষয় হলো :
মেয়েরা স্বামীর কাছে তা-ই প্রত্যাশা করে স্বামীরা স্ত্রীর কাছে যা প্রত্যাশা করে। যেমন : ভদ্রোচিত কথা, সুন্দর চেহারা, পরিচ্ছন্ন বসন ও সুগন্ধি। অতএব তোমার প্রতিটি অবস্থায় এসবের প্রতি লক্ষ্য রাখবে। স্ত্রীকে নিজের মতো করে কাছে পেতে তার কাছে এমন অবস্থায় ঘেঁষবে না যখন তোমার শরীর ঘামে জবজবে। তোমার কাপড় ময়লা। কারণ, তুমি তা করলে যদিও সে তোমার আনুগত্য দেখাবে; কিন্তু তার অন্তরে তুমি এক ধরনের বিতৃষ্ণা তৈরি করে দিলে। ফলে তার শরীরই তোমার ডাকে সাড়া দেবে। তবে অন্তর তার পালিয়ে বেড়াবে তোমার থেকে।

পঞ্চম বিষয় হলো :
ঘর হলো নারীদের রাজত্ব। ঘরের মধ্যে তারা নিজেকে নিজের আসনে সমাসীন ভাবে। নিজেকে সেখানকার নেতা মনে করে। অতএব তার সাজানো এই প্রশান্তির রাজ্যটিকে তুমি তছনছ করতে যাবে না। এ আসন থেকে তাকে নামাবার চেষ্টাও করবে না।
তুমি যদি তা-ই করো, তবে তাকে যেন তার রাজত্ব থেকে উচ্ছেদ করলে। আর কোনো রাজার জন্য তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না যে কি-না তার রাজত্ব নিয়ে টানাটানি করে। যদিও সে প্রকাশ্যে তোমাকে হয়তো কিছু বলবে না। কিন্তু এতে করে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার পরিবেশ দূষিত হবে।

ষষ্ঠ বিষয় হলো :
নারী যেমন চায় তার স্বামীকে পেতে। তেমনি তার পরিবারকেও সে হারাতে চায় না। অতএব তুমি কিন্তু তার পরিবারের সঙ্গে নিজেকে এক পাল্লায় মাপতে যাবে না। যদি এমন চাও যে সে হয়তো তোমার হবে; নয়তো পরিবারের। তবে সে যদিও তোমাকেই অগ্রাধিকার দেবে। কিন্তু মনে মনে ঠিকই বিষণ্ন হবে। যার ভার সে তোমার দৈনন্দিন জীবন পর্যন্ত বয়ে আনবে।

সপ্তম বিষয় হলো :
নিশ্চয় নারীকে সবচে বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটি তার দোষ নয়। বরং এ তার সৌন্দর্যের রহস্য। তার আকর্ষণের চাবিকাঠি। যেমন ভ্রুর সৌন্দর্য তার বক্রতায়।
অতএব সে কোনো ভুল করলে তার ওপর এমন হামলা চালিও না যাতে কোনো সহমর্মিতা বা সদয়তা নেই। বাঁকাকে সোজা করতে গেলে তুমি তা ভেঙ্গেই ফেলবে। এ ক্ষেত্রে তা হলো তাকে তালাক প্রদান। পক্ষান্তরে ভুলগুলোয় প্রশ্রয় দিলে তবে তার বক্রতা বেড়েই যাবে। সে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেবে। ফলে সে তোমার জন্য যেমন নরম হবে না। তেমনি শুনবে না তোমার কথা।

অষ্টম বিষয় হলো :
নারীদের সৃষ্টিই করা হয়েছে স্বামীর অকৃতজ্ঞতা এবং উপকার অস্বীকারের উপাদান দিয়ে। তুমি যদি যুগযুগ ধরে তাদের কারো প্রতি সহৃদয়তা ও সদাচার দেখাও তারপর শুধু একটিবার তার সঙ্গে মন্দ ব্যবহার কর তবে সে বলবে, তোমার কাছে আমি জীবনে ভালো কিছুই পেলাম না। অতএব তাদের এ বৈশিষ্ট্য যেন তোমায় তাকে অপছন্দ বা ঘৃণায় প্ররোচিত না করে। কারণ, তোমার কাছে তার এ বৈশিষ্ট্যটি খারাপ লাগলেও অনেক গুণ দেখবে তার ভালো লাগার মতো।

নবম বিষয় হলো :
নানাবিধ শারীরিক দুর্বলতা ও মানসিক ক্লান্তির মাঝ দিয়ে নারী জীবন বয়ে চলে। এ দিকে লক্ষ্য রেখেই আল্লাহ তা‘আলা তাদের জন্য কিছু ফরয পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন যা এ সময় কর্তব্য ছিল। যেমন রজস্রাব ও সন্তান প্রসবকালে তার জন্য পুরোপুরিভাবে সালাত মাফ করে দিয়েছেন। এ সময়দুটোয় সিয়াম পর্যন্ত স্থগিত করা হয়েছে। যতক্ষণ না তার শরীরিক সুস্থতা ফিরে আসে এবং তার মেজাজ স্বাভাবিক হয়ে যায়। অতএব এ সময়গুলোয় তুমি আল্লাহ ও ইবাদতমুখী হয়ে যাবে। কারণ, তার জন্য আল্লাহ যেমন ফরযকে হালকা করে দিয়েছেন তেমনি তার থেকে তোমার চাহিদা ও নির্দেশও হালকা করে দিয়েছেন।

দশম বিষয় হলো :
মনে রাখবে স্ত্রী কিন্তু তোমার কাছে একজন বন্দিনীর মতো। অতএব তার বন্দিত্বের প্রতি সদয় থাকবে এবং তার দুর্বলতাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে সে হবে তোমার জন্য সর্বোত্তম সম্পদ। সে তোমার সর্বোত্কৃষ্ট সঙ্গী হবে। আল্লাহ তোমার কল্যাণ করুন।

প্রচারেঃ
আন-নূর ইসলামিক ম্যারেজ মিডিয়া
[সহীহ আকীদা সম্পন্ন পাত্র-পাত্রী সন্ধান কেন্দ্র]
খান-ম্যানশন, গ-১৪/১ (৬ষ্ঠ তলা), শাহজাদপুর বাসস্ট্যান্ড,
বাড্ডা, গুলশান, ঢাকা-১২১২;
মোবাইলঃ 01727-209497, 01817-526423
ইমেইলঃ AnNurMatrimony@gmail.com
 

Facebook fan page