যে বিষয়গুলো ইসলামি চিন্তাবিদ বা নীতি নির্ধারকদের জানা দরকার বলে মনে হয় তার মধ্যে অন্যতম হলঃ
১। আকিদা ও ফিকহ সম্পর্কিত কুরআন ও হাদিস। এ সম্পর্কিত কিছু অধ্যায় হল,
-------------------------------------------------------------------------------------------
ক) ইমান (৬টি বিষয়)
খ) ইসলাম (নামাজ, রোজা, হাজ্জ, যাকাত, লেনদেন, জিহাদ ইত্যাদি আমাল)
গ) ইহসান (ইবাদাতের পারফেকশন ও আত্মসুদ্ধি সম্পর্কিত মৌলিক বিষয়)
ঘ) আদাব আখলাক সম্পর্কিত কুরআন ও হাদিস
ঙ) বিভিন্ন ইখতিলাফ (মতবিরোধ) ও তার সমাধান
উল্লেখ্য আরবী ভাষা না জানলে উপরের বিষোয়গুলো ভালোকরে জানা কঠিন।
২। ইসলামের অতীত ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাস। এ সম্পর্কিত কিছু অধ্যায়
----------------------------------------------------------------------------------------
ক) পুর্ববর্তী নবীদের ইতিহাস
খ) রসুলুল্লাহ (স) এর পুর্ন ইতিহাস
গ) খুলাফায়ে রাশেদীনের ইতিহাস
ঘ) এর পরবর্তী উমাইয়া ও আব্বাসীদের ইতিহাস
ঙ) এর পরবর্তীদের ইতিহাস ১৯০০ সাল পর্যন্ত
৩। ইসলামের বর্তমান রাজনৈতিক ইতিহাস। এ সম্পর্কিত কিছু অধ্যায় হল,
--------------------------------------------------------------------------------------
ক) ১ম বিশ্বযুদ্ধ ও মুসলিম বিশ্বে তার প্রভাব
খ) বর্তমান মুসলিম দেশগুলোর ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাস। উদাহরণস্বরূপ সৌদি
আরব, শাম, মিশর, ভারত উপমাহাদেশ, ইরান, আফগানিস্তান ইত্যাদির ইতিহাস। এদের
ধর্মীয় ও রাজনৈতিক শত্রু মিত্র। উদ্দেশ্য ও অবস্থান।
গ) বর্তমান মুসলিম বিশ্বে চলমান ঘটনাগুলো যেমন ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন ও অন্যান্য দেশে কি ঘটছে।
ঘ) মুসলিম বিশ্বের সাথে আমেরিকা, রাশিয়া, বৃটেন, ভারত, ইসরায়েল ইত্যাদি
দেশের রাজনৈতিক সম্পর্ক ও তাদের ম্যান্ডেট। তাদের নিজেদের মধ্যে সম্পর্ক ও
জোট।
৪। শেষ যুগ বা ফিতনার যুগ সম্পর্কিত জ্ঞান যেমন,
---------------------------------------------------------------------------------------
ক) ইমাম মাহাদির আগমন, তার লক্ষণ, কর্ম
খ) দাজ্জাল সম্পর্কিত বিষয়
গ) ফিতনার যুগের লক্ষণ সমূহ ও মুসলিমদের করনীয়
আমরা কিভাবে সময় নষ্ট করি অথচ জ্ঞানের কতটুকুই বা দেখেছি! আল্লাহ সহজ করুক।
# S M Nahid Hasan
Thursday, March 31, 2016
যে বিষয়গুলো ইসলামি চিন্তাবিদ বা নীতি নির্ধারকদের জানা দরকার
Labels:
Islamic History,
Learning Islam,
Syllabus
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment