সম্মান এমন একটা জিনিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মানুষকে দিয়েছেন। তিনি বনী আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছেন।
আপনি মানুষকে সম্মান করবেন, মানুষ আপনাকে সম্মান করবে।
পরিবারের ভেতরেও এই নিয়ম খাটে - স্ত্রী, সন্তান, বাবা-মা।
স্বামী-স্ত্রীর সংসার সুখের হওয়ার জন্য খুব জরুরি হচ্ছে সম্মানবোধ রাখা।
ধরুন আপনার স্ত্রী এমন কোনো চাকরি করেন না যে তাতে তার মাসিক একটা আয় হয়।
কিন্তু প্রত্যেকটা মানুষের একটা হাত খরচ আছে - আপনার স্ত্রীর যা দরকার - তার সব কিনে দিলেও আছে।
হতে পারে তার রাস্তা থেকে আচার কিনে খেতে ইচ্ছা করছে। অথবা একটা ফকিরকে দশটা টাকা দান করতে ইচ্ছে হচ্ছে।
এ জন্য তো সে আর আপনাকে বলতে পারে না, 'দশটা টাকা দিও।'
চাওয়া ব্যাপারটার মধ্যেই আত্মসম্মানহানীর আবেশ আছে। আর প্রতিনিয়ত চাওয়া তো আরো গ্লানিকর।
একটা মেয়ে - যে অনেক পড়াশোনা করার পরেও আপনাদের সংসার দেখার দায়িত্ব নিয়েছে, সন্তানদের প্রতিপালনের কাজ করছে - তার কাছে মনে হতেই পারে; যদি সে এগুলো না করে চাকরি করত তাহলে আপনার কাছে ছোট হতে হতো না।
ভাইয়েরা, সামর্থ্য অনুযায়ী আপনার ঘরে থাকা স্ত্রীকে প্রতিমাসে কিছু টাকা হাত খরচের জন্য দেন।
যদি আপনার মা, বোন আপনার ওপর নির্ভরশীল হয়, তাদেরকেও দেন।
সম্মান করে দেন। এমনভাবে দেবেন না যে তাকে অনুগ্রহ করছেন।
খাওয়া-পরা-তেল-সাবান ইত্যাদি নিত্য ব্যবহার্য জিনিস আর সম্মান এক নয়।
আপনি আপনার স্ত্রীকে সম্মান করলে তিনিও আপনাকে সম্মান করবেন। আপনার সংসার সুখের হবে।
* Sharif Abu Hayat Opu
Sunday, April 29, 2018
আপনি আপনার স্ত্রীকে সম্মান করলে তিনিও আপনাকে সম্মান করবেন।
Labels:
বিয়ে,
সম্মান,
সংসার,
সুখ,
স্বামী স্ত্রী সম্পর্ক
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment