Saturday, July 28, 2012

মুক্তিপ্রাপ্ত দল কোনটি? পর্বঃ (৩)


মাসঊদ (রাঃ) বলেন, الجماعة ما وافق الحق وان كنت وحدك ‘জামাআত হচ্ছে হক্বের অনুগামী হওয়া, যদিও তুমি একাকী হও। [8]
যেমন আল্লাহ ইবরাহীম (আঃ)-কে একটি দল বলেছেনতিনি বলেন, إِنَّ إِبْرَاهِيْمَ كَانَ أُمَّةً قَانِتاً لِلّهِ حَنِيْفاً وَلَمْ يَكُ 
مِنَ الْمُشْرِكِيْنَ ‘নিশ্চয়ই ইবরাহীম ছিলেনএকনিষ্ঠভাবে আল্লাহর হুকুম পালনকারী একটি উম্মত বিশেষ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না’ (নাহল ১৬/১২০) এ আয়াতে আল্লাহ তাআলা ইবরাহীম (আঃ)-কে أمة বাজাতি বলে ঘোষণা দিয়েছেন, যদিও তিনি ছিলেন একাএখানে আল্লাহ সংখ্যাধিক্যের দৃষ্টিতে নয়; বরং হক্বের উপরে থাকার কারণে ইবরাহীম (আঃ)-এর প্রশংসা করেছেন

আবদুল্লাহ বিন মুবারক (রহঃ)-কে জামাআত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আবূবকর ও ওমর (রাঃ)তাকে বলা হ, তাঁরাতো ইন্তেকাল করেছেনতিনি বললেন, তাহলে অমুক অমুকতাকে বলা হ, তারাও তো মৃত্যুবরণ করেছেনতখন তিনি বললেন, আবু হামযা আস-সুকরী হল জামাআতঅর্থাৎ একজন নেক ফাযেল ব্যক্তি সুন্নাত ও সালাফে ছালেহীনের পথের অনুসারীই হচ্ছেন জামাআত ও আহলে হক্বের মানুষসুতরাংসংখ্যাধিক্য এখানে বিবেচ্য নয়বরং লক্ষণীয় বিষয় হচ্ছে সুন্নাতের অনুসারী হওয়া এবং বিদআত পরিত্যাগ করা। [9] সুতরাং হক্বের অনুসারী একজন হলেও সে বড় দলের অন্তর্ভুক্তসংখ্যায় অধিক হলেই বড় দল বাজামাআতে হক্ব নয়অনুরূপভাবে সংখ্যাধিক্যদেখে বড় দলের অনুসরণ করলেই হক্বপন্থী হওয়া যায় নাবরং পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণ করাই প্রকৃত অর্থে হক্বপন্থী হওয়ার পূর্বশর্তএই হক্বপন্থীগণই হলেন বড় জামাআতআর তারা হলেন ছাহাবায়ে কিরাম, সালাফে ছালেহীন ও তাদের যথাযথ অনুসারীগণসুতরাং যারা খুলাফায়ে রাশেদীন ও ছাহাবায়ে কেরামের মাসলাক অনুসরণে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী আমল করবেন, তারাই বড় জামাআতের অন্তর্ভুক্ত হবেনঅতএব নিঃশর্তভাবে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী আমল করতে পারলে সংখ্যায় কম হলেও তারাই হবে নাজাতপ্রাপ্ত দলপক্ষান্তরে সংখ্যায় বেশী হলেও সেখানে কুরআন ও হাদীছ মোতাবেক আমল না থাকলে সেটা হক্বপন্থী ও নাজাতপ্রাপ্ত দল নয়

অনেক সময় কোন দলে লোক সংখ্যা বেশী দেখে মানুষ মনে করে ঐ দলের লোকেরাই হক্বের পথে আছেতাদের ধারণা এত লোক মিলে কি ভুল পথে যেতে পারে? আর আমরা হক্বপন্থী হলে আমাদের সংখ্যা কম কেন? আবার অনেকে বলেও থাকেন, দশজন যেখানে আল্লাহও সেখানেএ ধারণা ঠিক নয়কারণ হক্বপন্থী হওয়ার জন্য সংখ্যায় বেশী হওয়া শর্ত নয়বরং বাতিলের সংখ্যা হক্বপন্থীদের তুলনায় বেশী হবে, এটাই স্বাভাবিকযেমন রাসূল (ছাঃ) হক্ব দল ১টি এবংবাতিল দল ৭২টি উল্লেখ করেছেনঅর্থাৎ রাসূল (ছাঃ)-এর উম্মতের ৭৩ দলের মধ্যে ৭২ দলই জাহান্নামী আর একটি দলই মাত্র জান্নাতে যাবেসুতরাং হক্বপন্থীদের সংখ্যা কম হবে, এটাই রাসূলের ভাষ্য
সাধারণভাবে কোন দলে লোক বেশী থাকাই বাতিল হওয়ার প্রমাণকারণ রাসূল (ছাঃ)-এর উম্মাতের ৭৩টি দলের মধ্যে ৭২টি দলই জাহান্নামে যাবে। ইনশাল্লাহ চলবে .............


0 comments:

Post a Comment

 

Facebook fan page